দাও গো
মিজান সরকার
প্রভু তুমি জগৎ মাঝে
দাওগো সবার মিল।
সুখে-দুঃখে সদা মোদের
দাওগো রহম দিল।
দাওগো সবার মিল।
সুখে-দুঃখে সদা মোদের
দাওগো রহম দিল।
চলার পথে সবাই সবার
আপন মত হই।
কারো চেয়ে কেহ যেনো
দুঃখী নাহি রই।
আপন মত হই।
কারো চেয়ে কেহ যেনো
দুঃখী নাহি রই।
একের সুখে সবাই সুখি
সুখের আলোয় চাঁদ।
একের দুঃখে সবার মুখে
যায়যে পরে বাঁধ।
সুখের আলোয় চাঁদ।
একের দুঃখে সবার মুখে
যায়যে পরে বাঁধ।
এমন সমাজ দাওহে প্রভু
শান্তি সদা রয়।
সকল কাজে সকল তাপে
তোমায় করে ভয়।
শান্তি সদা রয়।
সকল কাজে সকল তাপে
তোমায় করে ভয়।
No comments:
Post a Comment