Thursday, April 25, 2019

তিতিক্ষা - মিজান সরকার | The Islamic Barta

তিতীক্ষা

-মিজান সরকার


বদ্ধ কারারন্তে তব উৎফুল্ল হৃদয়ে
শুকরিয়া গুঁজিলাম কৃপাকরে তরে।
সুহৃদে বদন তবু আখিতে ক্রন্দন
জানিতাম যাহা প্রিয় সে অন্বেষ শ্রেয়।
শ্রদ্ধেয় জিজ্ঞাসিল কবি আজি নিরব
নাহি ঊষার ভাতি,নাহি বাগ্মিতে রণ
মাতৃ মকামে শিন্নি-গোস্ত ভোগিত প্রেয়।
ঊষা-নিশি শীর্ণ পদ বিহ্বল সরব।
কুরবানী ঈদে তিতিক্ষার কুরবানি।
মা-পর্শি বেকুল আজি দর্শিতে চাহুনি
রোধিতে জালিমের মস্নদ শতদল।
অদ্য মজলুম কন্টকির্ণ বদ্ধানন
ঊর্ধ্ব হবে মুমিন,ঈর্ষানি পদতল।
স্থাপিতে আদর্শ তারুণ্যে অনুরনন।

-একটি চতুষ্পদি কবিতা

No comments:

Post a Comment